১ সংখ্যায় মজার তথ্য : এসো-জানি

label
বন্ধুরা কেমন আছেন ? আজ আপনাদের জন্য ১ সংখ্যায় মজার কিছু তথ্য নিয়ে এসেছি। বর্তমান সময়ে চাকুরী হচ্ছে সোনার হরিণ। এই সোনার হরিণ কে পেতে হলে আপনাকে চাকুরীর বাজারে প্রতিযোগিতা করতে হবে। তারপরেও হিমশিম খেতে হয় নানা কারণে। যাক, আজ ১ সংখ্যায় আপনাদের জন্য বেশ কিছু প্রয়োজনীয় সাধারণ জ্ঞান নিয়ে এলেম। আশা করি চাকুরী ক্ষেত্রে, পড়াশুনা সহ জীবনের প্রয়োজনের সময় আপনার কাজে আসবে। 

** বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষবিশিষ্ট ? [ আবহাওয়া অধি: ২০০৭] 
উত্তর : ১ কক্ষবিশিষ্ট। 
** বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত EPZ কোনটি ? [ পিএসসি-২০০৭]
উত্তর : চট্টগ্রাম
**  বাংলাদেশ জাতীয় সংসদের ১নং আসন কোনটি ? [ পিএসসি- ১৯৯৩] 
উত্তর : ১নং আসন 
** বাংলাদেশে সরকারী মানসিক হাসপাতাল আছে কতটি ? [ যোগাযোগ ২০০৬] 
উত্তর : ১টি, পাবনা মানসিক হাসপাতাল 
** শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে ? [ ৫ম,৭ম প্রভাষক নিবন্ধন] 
উত্তর : ইরানের শিরিন এবাদি 
** জাতি সংঘের ১ম মহাসচিব কে ছিলেন ? [১০ম, ২৬তম বিসিএস] 
উত্তর : ট্রিগভেলি, নরওয়ের 
**  G-8 ভুক্ত এশীয় দেশ কয়টি ? [ ১২তম শিক্ষক নিবন্ধন] 
উত্তর : ১টি, জাপান 
** WHO- এর মতে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত ? [পিএসসি-২০১১] 
উত্তর: ০.০১ মিগ্রা/লি: 
** ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখ পালিত হয়? [পিএসসি-১৯৯৩] 
উত্তর: ১ জুলাই 
** বাংলাদেশের কৃষি দিবস কত তারিখ পালিত হয় ? [৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন] 
উত্তর : বাংলায় ১লা অগ্রাহায়ন, ইংরেজি- ১৫ নভেম্বর 
** বিশ্ব এইডস দিবস কত তারিখে পালিত হয় ? 
উত্তর : ১লা ডিসেম্বর 
** মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় কত তারিখে ? [পরিসংখ্যান- ২০১০] 
উত্তর : ১লা ডিসেম্বর 
** মানুষের দর্শনানুভূতির স্থায়িত্বকাল কত ? [ ২৮তম বিসিএস] 
উত্তর : ০.১ সেকেন্ড 
** মানুষের মস্তিষ্কের ওজন কত কেজি ? [ কৃষি উন্নয়ন কপো: ১৯৯৩] 
উত্তর : ১.৩৬ কেজি
** পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে কত তারিখে ? [ প্রাথমিক শিক্ষক ২০০৬) 
উত্তর : ১ জানুয়ারি 
** ড্রাইসেল ব্যাটারির বিদ্যু চালক বল কত ? [ প্রাথমিক শিক্ষক ১৯৯৪] 
উত্তর : ১.৫ ভোল্ট 
** এক মাইল সমান কত কিলোমিটার ?[ ১০ম শিক্ষক নিবন্ধন] 
উত্তর : ১.৬১ কিলোমিটার 
** মানুষের রক্তে শ্বেত ও লোহিত কণিকার অনুপাত কত ? [ ৮ম প্রভাষক নিবন্ধন ] 
উত্তর : ১: ৭০০ 
=============================***===============================
বন্ধুরা আজকে এই পর্যন্ত। ১ সংখ্যার আরোও কিছু মজার মজার তথ্য ২য় পর্বে প্রকাশ করা হবে।
 
Share This :

Related Post