ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৮: eso-jani.com

label

ডাচ্- বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিক তথ্যাবলী :

প্রতি বছরের ন্যায় এ বছরেও ডাচ্- বাংলা ব্যাংক এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দিচ্ছে। যে সকল শিক্ষার্থী- যারা সিটি কপোরএরশন এলাকার অর্ন্তগত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নূন্যতম জিপিএ ৫.০০, জেলা শহর এলাকার অর্ন্তগত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য : নূন্যতম জিপিএ ৫.০০, গ্রামীন অনগ্রসর অঞ্চলের স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নূন্যতম জিপিএ ৪.৮৩ পেয়ে উর্ত্তীণ হয়েছে সে সকল শিক্ষার্থী অত্র শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য http://app.dutchbanglabank.com/DBBLScholarship এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম এর সাথে
** আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি
** আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি
** এসএসসি/সমমান পরীক্ষার নম্বর পত্র ও প্রশংসা পত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।  


যারা বৃত্তি পাওয়ার জন্য অধিকারী হইবে : 
** যে সকল ছাত্র-ছাত্রী অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তাঁরা ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না
** গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্যে বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।

বৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ও শেষ তারিখ :
আবেদন শুরুর তারিখঃ ০৮ মে ২০১৮

আবেদনের শেষ তারিখঃ ০৮ জুন ২০১৮

ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশঃ ১১ জুন ২০১৮

প্রাথমিকভাবে বাছাইকৃতদের সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংক এর যে কোন শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ ১৩ জুন ২০১৮ – ০৩ জুলাই ২০১৮


Share This :

Related Post